আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, মানবাধিকার কর্মী, আইনজীবী ও শহিদ পরিবারের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির সদস্যসচিব হিসেবে থাকবেন আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর।
নবগঠিত কমিটি জুলাই গণঅভ্যুত্থানকালে দায়ের হওয়া হত্যাসহ অন্যান্য অপরাধের মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে এবং চার্জশিট দাখিল হওয়া মামলাগুলোতে প্রসিকিউশনের কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সুপারিশ দেবে। এছাড়া ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে মামলার অগ্রগতি জানানো এবং ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করা হবে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাগুলোর বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। নতুন কমিটির কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রচলিত ফৌজদারি আদালতেও জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের বিচার আরও গতি পাবে বলে আশা করছে সরকার।