যারা ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে: মোহাম্মদ এজাজ

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ
দেশে এখন
0

রাজধানীর জলাবদ্ধতার একটি বড় কারণ যেখানে সেখানে ময়লা ফেলা বলে দাবি করে যারা ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, ‘অবৈধভাবে ফুটপাতে দোকানও রাজধানীর জলাবদ্ধতার জন্য দায়ী। ব্যানার পোস্টার যারা লাগাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে।’

আরও পড়ুন:

সংবাদ সম্মেলনে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরশনে উত্তর সিটি করপোরেশনের নেয়া উদ্যোগের বিভিন্ন তথ্য জানান মোহাম্মদ এজাজ।

এছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামী দিনে উত্তর সিটি করপোরেশন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোও উল্লেখ করেন ডিএনসিসি প্রশাসক।

এসএস