এসময় সারোয়ার তুষার বলেন, ‘জনগণের কী কী মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য তা লিখা আছে সংবিধানে। ৭২-এর এ সংবিধানটি বর্তমান জেনারেশনের সাথে যায় না এবং এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এ সংবিধান ফেলে দেয়ার মতো অবস্থায় আছে।’
তিনি বলেন, ‘বর্তমান এ সংবিধান বদলাতে হবে। এটি আপনার-আমার তথা সাধারণ মানুষের সংবিধান নয়।’
আরও পড়ুন:
এছাড়া ছাত্রদের মধ্যে নেতৃত্ব তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে ছাত্রসংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় এ নেতা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নরসিংদী জেলার আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ অভির সভাপতিত্বে এনসিপি, জাতীয় যুবশক্তি ও বাগছাসের কেন্দ্রীয় ও নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায়, বাগছাসের নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাদের পরিচয় তুলে ধরেন।