সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, ‘সলিমুল্লাহ যে বিশ্ববিদ্যালয় গড়েছিলেন, সেখানে মুসলমানরা কোণঠাসা ছিলো। এখন ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
এ সময় ভোটে কিছু অনিয়ম থাকলেও তা বড় ধরনের অভিযোগের পর্যায়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
ভবিষ্যৎ জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ‘বর্তমান প্রশাসন সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিয়ে নিশ্চিত নই।’
তিনি প্রোপরশনালল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিকে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলেন, ‘এতে পেশিশক্তি ও ভোটকেন্দ্র দখলের সুযোগ থাকবে না এবং জাতীয় ঐক্যের সরকার গঠন সম্ভব হবে।’
ইসলামী দলগুলোর জোট প্রসঙ্গে তিনি আরও জানান, তারা একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছেন এবং ইসলামপন্থিদের পক্ষে একটি ব্যালট বাক্স দেওয়ার চেষ্টা করবেন।