ছাত্রসংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা জাহিদ হোসেন

ডা. এ জেড এম জাহিদ হোসেন
রাজনীতি
দেশে এখন
0

সম্প্রতি দুই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘জাকসুতে শুধু ছাত্রদল নয় বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তাতেই বোঝা যায় সেখানে কোন কিন্তু আছে।’

আরও পড়ুন:

এসময়, দেশকে পিছিয়ে দেয়ার জন্য দেশ বিরোধী শক্তি ও পলায়নকৃত স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব অপচেষ্টা রুখে দেয়া সম্ভব।’

আরও বলেন, ‘মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়। কিন্তু যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা যেনো এমন কিছু না করে যাতে মানুষের আস্থা নষ্ট হয়। প্রতিদ্বন্দ্বী দলগুলোর নির্বাচন বর্জন করতে হয়।’

সেজু