আইনশৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে: উপদেষ্টা এম সাখাওয়াত

ড. এম সাখাওয়াত হোসেন
এখন জনপদে
দেশে এখন
0

আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বরিশালের জেল খাল, পোর্ট রোড, স্টিমার ঘাট, পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে। এর বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো আগের মতো এখন কিছু করলেই আমরা ধরে নিয়ে যেতে পারছি না। এজন্য কিছুটা অবনতি হয়েছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন।’

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা নির্বাচনের আগে একটা বিবেচ্য বিষয়। চেষ্টা করবো আমরা যতদিন আছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। নির্বাচনের সময় তো নির্বাচন কমিশন যেভাবে বলবে সব বাহিনী সেভাবেই কাজ করবে। আশা করি তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে।’

আরও পড়ুন:

এ সময় নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিতা মূলক সরকার গঠন করবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে বলেও জানান তিনি।

নির্বাচনের আগ পর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। এছাড়া ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ৬ লেন সড়কসহ বরিশালের বিভিন্ন সড়ক, নৌ পথ, নদী সংস্কারে নানা কার্যক্রম চলছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।

এর আগে, সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপদ বিভাগ সহ সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা।

ইএ