ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।’
ফেসবুক পোস্টে জামায়াত আমির নবনির্বাচিত প্রতিনিধিদের তাদের ওপর অর্পিত গুরু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আজ তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন।’
আরও পড়ুন:
এ সময় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় জামায়াত আমির বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে, সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসাও করেছেন তিনি।
সবশেষে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকমণ্ডলীর সম্মিলিত প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।