দুর্যোগের আগাম সতর্কতা কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান ত্রাণ উপদেষ্টার

ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম
দেশে এখন
0

তরুণরাই জাতির মূল চালিকাশক্তি। তাদের যথাযথ প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের আগাম সতর্কতা ও প্রশমন কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্যোগের আগাম সতর্কতামূলক ব্যবস্থার লক্ষ্যে আয়োজিত তৃতীয় জাতীয় সংলাপে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবেলার পাশাপাশি আগাম প্রশমন কার্যকর হলে ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব।’

আলোচনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ বিভিন্ন বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তারা জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো এখনো তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে। সঠিক সময়ে কার্যকরী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। এজন্য আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর ও তরুণদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও মত দেন তারা।

এএইচ