শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার
দেশে এখন
1

সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, ৫ শতাংশের বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘শিক্ষকরা রাজি হলে ১ নভেম্বর থেকেই এই ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি বাস্তবায়ন সম্ভব।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সরকার শিক্ষকদের এমন কোনো আশ্বাস নিতে চায় না, যা পরবর্তীতে বাস্তবায়ন সম্ভব হবে না।’

এর আগে উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে শিক্ষক প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনার ফলপ্রসূ হয়নি, আলোচনার নামে আইওয়াশ করা হয়েছে।

এসময়, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা।

সেজু