এয়ার অ্যাম্বুলেন্স আসবে কাল বিকেল ৫টায়, লন্ডনের উদ্দেশে রওনা রোববার সকালে

কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ছবি
দেশে এখন
0

কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) আসছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল জানান, রোববার (৭ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে।

আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন:

খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।

এদিকে এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে কাতার অ্যাম্বাসির এক বিশেষ সূত্র নিশ্চিত করে।

উল্লেখ্য, আজই বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্সটির।

এসএইচ