চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল; ভোট গ্রহণে সময় বাড়ছে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ

কথা বলছেন আবুল ফজল মো. সানাউল্লাহ
দেশে এখন
0

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (রোববার, ৭ ডিসেম্বর) নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, তফসিল নিয়ে সিইসি বক্তব্য রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশনের কাছে কাল চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের সামগ্রী আগের রাতেই কেন্দ্রে পৌঁছানো হবে।’

আরও পড়ুন:

তিনি জানান, ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোট চলবে সাড়ে ৪টা পর্যন্ত।

ইসি সানাউল্লাহ বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী ১৫ দিন চলবে পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন।’

তিনি আরও বলেন, ‘প্রচারসামগ্রী অপসারণে তফসিলের পর ৪৮ ঘণ্টা সময় দেয়া হবে। অন্যথায় নির্বাচনি আচরণ বিধিমালার আওতায় ব্যবস্থা নেয়া হবে।’

সেজু