ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেন।
আরও পড়ুন:
এর আগে, কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস। সেখানে বলা হয়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বাবুবাজারের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে। ৫টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনে।
স্থানীয়রা জানান, বেজমেন্টে ঝুট কাপড় রয়েছে। ঝুটের মধ্যেই আগুন ধরেছে বা ঝুটের কারণে আগুন ছড়াতে পারে বলে ধারণা ওই ভবনের ব্যবসায়ীদের।
তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানায়নি।





