সরকারের আশ্বাস প্রত্যাখ্যান করে অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চ ও শহিদ হাদি
দেশে এখন
0

আগামী ১০ দিনের মধ্যে ওসমান হাদির হত্যাকাণ্ডের চার্জশিট প্রদানের আশ্বাস দিয়েছে সরকার। তবে তার প্রত্যাখ্যান করে সারা দেশে অবরোধ কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গতকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে শাহবাগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীর বক্তব্যের পর এমন সিদ্ধান্ত জানায় ইনকিলাব মঞ্চ।

আরও পড়ুন:

এসময় তিন দিনের মধ্যে চার্জশিট প্রদানের দাবি জানিয়ে বেঁধে দেয়া হয়েছে বিচারের সময়সীমা। নতুন কর্মসূচি ঘোষণার পর সাময়িকভাবে শাহবাগ ছাড়লেও, আজ (রোববার, ২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে দেশের আট বিভাগ ও শাহবাগে সর্বাত্মক অবরোধ পালন করবে সংগঠনটি।

এফএস