গেল বুধবার সংবাদমাধ্যম সিএনআর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানকে ফেব্রুয়াতিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করে।
চীন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে কীভাবে দেখে– জানতে চাইলে লিন জিয়ান বলেন, ‘বাংলাদেশের সাধারণ নির্বাচন হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সমর্থন করে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণ তাদের নিজস্ব বিষয়গুলো ভালোভাবে পরিচালনা করতে এবং তাদের জাতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করতে সক্ষম। আশা করি, বাংলাদেশ একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠান করবে এবং দেশের রাজনৈতিক অ্যাজেন্ডাকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেবে।’
চীন সরকারের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক যে উচ্চতর স্তরে পৌঁছেছে বাংলাদেশ তার মূল্যায়ন করে। বাংলাদেশ এক চীনা নীতে বিশ্বাস পুর্নব্যক্ত করে।




