জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক
দেশে এখন
1

চব্বিশের গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কমিটমেন্ট ছিল, নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের যে প্রত্যয় ছিল, কমিটমেন্ট ছিল—জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয়েছে।’

আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে এ অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে জানান তিনি।

এসএস