রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
দেশে এখন
1

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) তিনি বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেন।

এ সময় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।’

আরও পড়ুন:

তিনি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও গভীর, বহুমাত্রিক এবং ফলপ্রসূ করতে তিনি সর্বাত্মক প্রয়াস চালাবেন।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এফএস