চট্টগ্রামে ভোটের গাড়ি উদ্বোধন করলেন আদিলুর রহমান

আদিলুর রহমান খান
এখন জনপদে
দেশে এখন
0

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অবস্থার পরিবর্তন করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ যেন গুম না হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, ভিন্ন মতের কেউ যেন নিপীড়নের শিকার না হয়।’

আরও পড়ুন:

শত বছরের বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ভোটের গাড়ির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সুসজ্জিত গাড়িটি প্রতিদিন নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করবে।

এসএস