ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

ড. মুহাম্মদ ইউনূস, তারেক রহমান
দেশে এখন
1

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে পৌঁছান এই বিএনপি নেতা। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে গুলশান বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা দেয় তারেক রহমানের গাড়িবহর।

আজকের সাক্ষাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও গণভোট নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। 

গত নভেম্বরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর ও বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দফায় নির্বাচনপূর্ব সময়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি প্রধানের এ বৈঠক ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের জুনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এসএস