আজকের সাক্ষাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও গণভোট নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
গত নভেম্বরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর ও বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দফায় নির্বাচনপূর্ব সময়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি প্রধানের এ বৈঠক ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।





