গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের আড়ালের চেষ্টা করছে: জাবের

আব্দুল্লাহ আল জাবের
অপরাধ
দেশে এখন
1

গোয়েন্দা সংস্থাগুলো শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আড়ালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে, পুলিশের দেয়া চার্জশিট তার বড় প্রমাণ।’ এসময় ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

তিনি অভিযোগ করে বলেন, ‘প্রধান উপদেষ্টা ওসমান হাদিকে বুকে ধারণের কথা বললেও বিচারের ব্যাপারে উদাসিন। উপদেষ্টারা খুনিদের আড়াল করছে।’

এর আগে, বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

এসএইচ