ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ ইসির

নির্বাচন কমিশনের লোগো
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে ইসির বিশেষ সভা, যাচাই বাছাই করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদাও।

আরও পড়ুন:

ইসির এ দ্বিতীয় রোডম্যাপে আরও বলা হয়, নির্বাচনি পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এতে আরও বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনি ব্যয় নির্বাহে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেবে ইসি আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি।

এএইচ