অত্যাচার-নিপীড়ন বন্ধ চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: বগুড়ায় আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
এখন জনপদে
দেশে এখন
1

বাংলাদেশে অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘গণভোট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবি নয়; এটি বাংলাদেশের মানুষের সম্মিলিত চাওয়া।’

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা চাই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসুক। সে জন্যই গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দিতে হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ প্রকৃত অর্থে ভোট দেয়ার সুযোগ পায়নি। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ একটি নতুন সময়ে প্রবেশ করেছে, যেখানে জনগণ এবার স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পাবে।’

তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই দেশের ভবিষ্যৎ পথনকশা নির্ধারিত হবে।’

মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এনএইচ