বাজেটের দর্শনের সাথে প্রস্তাবাবলী সব ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হয়নি: সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
অর্থনীতি , বাজেট
দেশে এখন
0

বাজেটের দর্শনের সাথে বাজেটের প্রস্তাবাবলী সব ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হয়নি বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ (সোমবার, ২ জুন) সন্ধ্যায় জাতীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানায়।

এছাড়াও খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষাতে অর্থ বরাদ্দ কমানো উদ্বেগজনক বলেও জানায় সিপিডি।

আরো পড়ুন:

এসময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘শুল্কের ক্ষেত্রে যৌক্তিকিকরণ করতে গিয়ে কিছু শিল্প চাপে পড়বে। তবে বিদ্যুৎ জ্বালানি ও ঋণ সুযোগ বাড়াতে পারলে ব্যবসায়ীরা উপকৃত হবে।’

এছাড়াও নারী উদ্যোক্তা নিয়ে যে ফান্ড করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সিপিডি।

সেজু