কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু

কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ দেয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ দেয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।

মুহাম্মদ মাছুদ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হন। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বিষয়ে তার সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার অপসারণে আন্দোলন ও অনশন শুরু করে।

রাতে বিশ্ববিদ্যালয়টির ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির খবরে উল্লাসের সাথে আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা ক্যাম্পাসে বিজয় মিছিল ও আনন্দ উল্লাস করেন।

অব্যাহতির প্রক্রিয়া শুরুর বিষয়টি নিজেই পড়ে শোনান ইউজিসির প্রতিনিধি দলের আহবায়ক আধ্যাপক ড. তানজীম উদ্দীন খান। পরে নিজের হাতেই পানিয় দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙ্গালেন তিনি। অনশনরত শিক্ষার্থীদের এক দফা দাবি আদায় হওয়ায় উল্লাসে মেতে ওঠেন তারা। ক্যাম্পাস জুড়ে চলে আনন্দ মিছিল।

আসু