তিন দাবি মেনে নেয়ার আহ্বান বুয়েট শিক্ষার্থীদের

বুয়েট শিক্ষার্থীরা
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

সহকারী প্রকৌশলী বা সমমান পদে শুধু বিএসসি ডিগ্রিধারী এবং পরীক্ষায় উত্তীর্ণদেরই নিয়োগ দেয়াসহ দ্রুত তিন দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের সামনে আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকাল ১১টায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।

তারা জানান, বুয়েট কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। দ্রুত তিন দফা দাবির বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা। পরে অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে পলাশীর মোড় থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা।

তাদের তিন দফা দাবিগুলো হলো-

১. ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে।

২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।

এসএস