‘ডাকসু নিয়ে ষড়যন্ত্র হলে ঢাবি শিক্ষার্থীরা যথাযথ জবাব দেবে’

ডাকসু ভবন ও এস এম ফরহাদ
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরে সভাপতি এস এম ফরহাদ বলেছেন, বেশ দেরিতে হলেও ডাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে। তবে ডাকসু নিয়ে ষড়যন্ত্র হলে ঢাবি শিক্ষার্থীরা যথাযথ জবাব দেবে। তিনি বলেন, ‘যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে যেন যথাসময়ে শিক্ষার্থীদের বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন বাস্তবায়িত হয়।’

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা পর এক প্রতিক্রিয়ায় ঢাবি শিবির সভাপতি একথা জানান।

তিনি বলেন, ‘এর পূর্বে জাকসুর তফসিল ঘোষণা করা হলেও এখনো জাকসু অনুষ্ঠিত হয়নি। ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার যথাযথ জবাব দেবে, ইনশাআল্লাহ।’

এদিকে তফসিলে ঘোষণায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের নির্বাচনও হবে।

এর আগে সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল। এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন।

সেজু