ঢাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ: উপাচার্য

বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীদের সামনে তিনি এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার পর মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়ে হলের শিক্ষার্থীরা। অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। হল রাজনীতি বন্ধ থাকার পরেও কমিটি ঘোষণা করায় ছাত্রদলের সমালোচনা করেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৮টি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে শুক্রবার মধ্যরাতে ঠিক এভাবেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। হল রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, হাসিনার রেজিমে সবাই দেখেছে ছাত্র রাজনীতির ফল কি হয়েছে। আবরার ফাহাদ মারা গেছে। অনেকে হলে থাকতে পারেনি। ১৭ জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। সেই কমিটমেন্টের খেলাপ করেছে ছাত্রদল। কোনো রাজনৈতিক দলই হলে কমিটি দিতে পারবে না বলেও জানান শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকেই বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ছাত্রদলের কমিটি বাতিলের ঘোষণাসহ হল প্রশাসনকে ৪ দফা দাবি জানিয়ে রাত ৯ টা পর্যন্ত আল্টিমেটাম দেন তারা। তবে কোন প্রতিক্রিয়া না আসায় রাতে হলের মূল ফটকের তালা ভেঙ্গে বেড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় মহসিন, সারজেন্ট জহুরুল হকসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

ব্যাপক হট্টগোলের পর একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বের হয়ে আসেন উপাচার্য। তার পক্ষ থেকে ঘোষণা আসে ২০২৪ সালের ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রদল হল পর্যায়ে তাদের কমিটি দিয়েছে। সেটারই প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন ১৭ জুলাইয়ের সিদ্ধান্ত বহাল থাকবে। তারা প্রভোস্টদেরকে দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রভোস্টরা এতদিন স্ট্যাটাস কোটা ছিলো। তারা সিদ্ধান্ত জানতে চাচ্ছিলেন। আমরা আজকে সিদ্ধান্ত জানিয়ে দিলাম। উপাচার্য মহোদয় জানিয়েছেন ১৭ জুলাই হল সংসদ সম্পর্কিত যে সমঝোতা হয়েছে তা বহাল থাকবে।’

আরও পড়ুন:

তবে, ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিল করা হবে কিনা এবং কমিটিতে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না তা সিদ্ধান্ত নেয়া হবে, ঢাবি প্রশাসনের বৈঠকের পর। এমন ঘোষণায় হলে ফিরে যায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ভিসি স্যার সিদ্ধান্ত দিয়েছেন। ১৭ জুলাইয়ের সিদ্ধান্ত বহাল থাকবে। যারা এ সিদ্ধান্ত না মেনে কমিটি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

২০২৪ সালের ১৭ জুলাই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উচ্ছেদের পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হল রাজনীতি নিষিদ্ধ করে ঢাবি প্রশাসন।

ইএ