চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন

হজযাত্রীদের অপেক্ষা
জীবনযাপন , ধর্ম
দেশে এখন
0

২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রথম দিনে ১০ টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রায় ৪ হাজার হজযাত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের মুসল্লিরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে তৎপর আছে সরকার। অনুষ্ঠানে হাবের পক্ষ থেকে শিডিউল জটিলতার আশঙ্কা করা হলে বিমান উপদেষ্টা বলেন, শিডিউল জটিলতা দূর করতে যা করা দরকার তাই করা হবে।

হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। সারিবদ্ধ ভাবে ক্যাম্পে প্রবেশ করছেন প্রথমদিনের ফ্লাইটের যাত্রীরা। যারা ঢাকার বাইরের যাত্রী তারা এসেছেন একদিন আগেই।

নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক সংগঠন গুলোর সদস্যরাও যাত্রী সেবায় তৎপর। শেষ মুহূর্তে হজযাত্রীরা মিলিয়ে নিচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র। কেউ বিদায় নিচ্ছেন প্রিয়জন থেকে।

গেলো বছরের তুলনায় এবার হজের খরচ কমেছে লাখ টাকার উপর, যুক্ত হয়েছে মোবাইল অ্যাপ। কম খরচে মোবাইল নম্বর রোমিং করা ও ক্রেডিট কার্ড ছাড়াই লেনদেনের সুবিধা চালু করেছে অন্তর্বর্তী সরকার। হজযাত্রীরাও সন্তুষ্ট এবারের হজ ব্যবস্থাপনায়।

এবারে হজ ক্যাম্পের সংস্কার বাবদ খরচ করা হয়েছে প্রায় ৬৫ লাখ টাকা। বাড়ানো হয়েছে এসির সংখ্যাও। প্রথমদিনের হজ ফ্লাইটের যাত্রী তাই খুশি ক্যাম্পের সেবাতেও।

সন্ধ্যায় হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে হাবের সভাপতি, বাড়িভাড়ার সঙ্গে ফ্লাইটের টিকিটের সমন্বয় না থাকায় মাঝপথে শিডিউল বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেন।

যদিও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা জানান, হজ ফ্লাইটের শিডিউল জটিলতা কাটাতে যে ধরনের কাজ করা দরকার তার সবই করা হবে। এসময় হজযাত্রীদের দেশের জন্য ও ফিলিস্তিনের নির্যাতিত ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

সবশেষ হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মুসল্লিরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে তৎপর আছে সরকার। হজযাত্রীর সেবায় প্রতি ৪৬ জনে ১ জন করে গাইড মক্কায় থাকবে। গত বছরের চেয়ে হজযাত্রীর সংখ্যা বেশি হলেও এবার ১০০ জন কম কর্মকর্তা কম নেয়া হচ্ছে।’

এবছর হজের জন্য নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ যাত্রী। যার মধ্যে প্রথম দিনের ১০ ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রায় ৪ হাজার।

এএইচ