তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম নিলেন ২৪ প্রার্থী

তৃণমূল বিএনপি
রাজনীতি
0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) ২৪ ‌জন মনোনয়ন প্রত্যাশী তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

দলের কো চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মাজমাদার বলেন, 'সকাল থেকে ২৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।'

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) ৫ হাজার টাকা পে অর্ডার/নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

সেজু