জাসদের মনোনয়ন কিনলেন ২১৩ জন

জাতীয় সমাজতান্ত্রিক দল
রাজনীতি
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১৩ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এমপি এবং সদস্য এড. রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে ভুল স্বীকার করে, তওবা করে জনগণের কাছে মাফ চেয়ে, গণতান্ত্রিক, সাংবিধানিক, নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ ১৮ নভেম্বর, শনিবার, বিকাল ৩ টায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি জনাব হাসানুল হক ইনু।

দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে জনাব হাসানুল হক ইনু বলেন, 'দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির পথ রুদ্ধ হয়ে গিয়েছে। সংবিধান সমুন্নত হয়েছে।'

আরো পড়ুন:

প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম যশোর-৩, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪ সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫০০০ টাকা দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। বেশ কয়েকটি আসনেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এসএস