সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে ভুল স্বীকার করে, তওবা করে জনগণের কাছে মাফ চেয়ে, গণতান্ত্রিক, সাংবিধানিক, নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আজ ১৮ নভেম্বর, শনিবার, বিকাল ৩ টায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি জনাব হাসানুল হক ইনু।
দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে জনাব হাসানুল হক ইনু বলেন, 'দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির পথ রুদ্ধ হয়ে গিয়েছে। সংবিধান সমুন্নত হয়েছে।'
আরো পড়ুন:
প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম যশোর-৩, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪ সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫০০০ টাকা দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। বেশ কয়েকটি আসনেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।