আজ (শুক্রবার, ১৪ মার্চ) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তারা।
এসময় জামায়াতের আমির বলেন, 'আমাদের মন্দ দিকগুলোই শুধু নয়, ভালো দিক গুলোও তুলে ধরুন। আছিয়ার বিচার নিশ্চিতে সবাই এক ও অভিন্ন হবে উল্লেখ করে বিচার নিশ্চিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।'
মির্জা আব্বাস বলেন, 'শুধু ধর্ষণের বিচারই নয় দেশের মর্মান্তিক সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।' এসময় সুবিধাভোগী সাংবাদিক না হয়ে সুষ্ঠু সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।