ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তুলতে সরকারের প্রতি আহ্বান

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
দেশে এখন
রাজনীতি
0

ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে জাতিসংঘে আওয়াজ তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) বিকেলে শাহবাগে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তেমনি ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশেও এ দেশের মানুষকে দাঁড়াতে হবে। কারণ পৃথিবীর প্রতিটি নিপীড়ন একটার সাথে আরেকটা যুক্ত।'

জোনায়েদ সাকি আরো অভিযোগ করে বলেন, 'দেশে ধর্মীয়, জাতিগত জনগোষ্ঠী ও নারীরা আক্রমণের শিকার হচ্ছে। ফ্যাসিস্টরা নানাভাবে অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে। সেই ষড়যন্ত্র রুখে দেয়ার ওপর জোর দেন তিনি।'

তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিক্ষোভ সমাবেশ শেষে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মিছিল করে গণসংহতি আন্দোলন।

সেজু