'রাজনৈতিক দলগুলো নিজেদের দল গুছিয়ে নেয়ায় ব্যস্ত হওয়ায় জুলাই গণহত্যার বিচার হচ্ছে না'

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
দেশে এখন
রাজনীতি
0

অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দল গুছিয়ে নেওয়ার কাজে ব্যস্ত হওয়ার কারণেই জুলাই-আগষ্টে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচার হচ্ছে না এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, 'ফ্যাসিবাদকে পুরোপুরি উত্থান করতে আরেকটু ধাক্কা দিতে হবে আপামর জনতাকে।'

আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছে সভাপতি নুরুল হক নূর।

তিনি বলেন, 'ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারবে না, গণ অধিকার পরিষদ লড়াই করে যাবে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ধীরে ধীরে নির্বাচনের দিকেও যেতে হবে।'

এসময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনের ব্যাপারে সভাপতি নুরুল হক নূর বলেন, 'জুলাই আন্দোলনে আহতরা এখনো আশংকায় আছে। আহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে নয়ছয় করা যাবে না ও আগামী এক সপ্তাহের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে তাদের।'

এছাড়া রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে।' দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার কথাও বলেন নুরুল হক নূর।

তিনি বলেন, 'মোহাম্মদপুরে এখনো সন্ত্রাসীদের,মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ হয়নি।'

সেজু