আজ (শনিবার, ২৬ এপ্রিল) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলরুমে আয়োজিত অন্তর্বর্তী সরকারের আট মাস-ভূমিকা ও সংস্কার প্রস্তাব পর্যবেক্ষণ পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, 'সরকার যে চুক্তি গুলো করছে তা প্রকাশ করছে না।'
ধর্ম নিরপেক্ষতা ফ্যাসিবাদ তৈরি করে এটা দুর্বল তত্ত্ব উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, 'কোন কোন খাতে বৈপরীত্যে দেখা যাচ্ছে যা চেতনার সাথে সাংঘর্ষিক।'
একই অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ইস্টারলিঙ্ক এর ব্যাপারে না জানিয়ে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এতে তথ্য ফাঁসের আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, 'আওয়ামী লীগের সরকারের সময় উচ্চ আদালতে যেমন নিয়ন্ত্রণ ছিল এখনো তেমনই আছে। ঘন ঘন ছুটিতে পাঠানো হচ্ছে বিচারকদের, জামিন হবার পরও অনেককে ছাড়া হচ্ছে না আর আদালতের স্বাধীনতা নিয়েও কেউ বলছেনা।'
সেমিনারে গবেষণা ফল প্রকাশ করা হয়, নানা তথ্য উপাত্তের ভিত্তিতে বর্তমান মাঠের চিত্র তুলে ধরে অন্য বক্তারা বলেন, জুলাই আহতদের চিকিৎসা পরিস্থিতি,সংবিধান ও বিচার বিভাগ, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি,জ্বালানি খাত ও আন্তর্জাতিক বিনিয়োগ,স্বাস্থ্য খাতে ও পরিবেশ, পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর আকাঙ্ক্ষা, প্রত্যাশা, চেতনা পূরণ হয়নি।