তিনি বলেন, ‘একটি সুবিধাভোগী বিশেষ গোষ্ঠী নির্বাচনের সময়ক্ষেপণের মাধ্যমে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে।’
আমীর খসরু বলেন, ‘যেসব রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, এমন প্রায় ৫০টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। এর সঙ্গে সংস্কারের ব্যাপারে যেখানে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।’
তিনি বলেন, ‘কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি, ত্যাগ স্বীকার করেনি। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে—তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।’
জনগণ এখনই নির্বাচন চায় না, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে আমীর খসরু সেই জনগণ কারা তা তিনি জানতে চান বলে মন্তব্য করেন।
এ সময় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপের ঘোষণার দাবি জানান।