কালকের মধ্যে নারী কমিশন বাতিল না করলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের

হেফাজত ইসলাম
দেশে এখন
রাজনীতি
0

আগামীকালের (শনিবার, ৩ মে) মধ্যে নারী কমিশনের সুপারিশ বাতিল করে কমিশনের নারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর হেফাজত ইসলামের সভাপতি জুনায়েদ আল হাবিব। একইসঙ্গে দেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

নারী কমিশনের সুপারিশ ও কমিশন বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচার করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। আর বৈষম্যবিরোধী কওমি শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ করা হয়েছে। হেফাজতের দাবি মানা না হলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

আজ (শুক্রবার, ২ মে) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নারী কমিশন বাতিলের দাবি জানান।

পরে নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের নেতাকর্মীরা মিছিল করেন। এরপর বিক্ষোভ সমাবেশ করে কওমীর শিক্ষার্থীরা। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। জুলাই আগস্টের গণহত্যারও বিচার দাবি করেন তারা।

সেজু