আজ (শনিবার, ৩ মে) এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আন্তর্জাতিকভাবে ড. ইউনূস যে কথাটা দিয়েছেন, উনার ইমেজের কারণে ওয়াদা থেকে ফিরে আসবেন না বলে আমি বিশ্বাস করি। এখন পর্যন্ত উনাকে সন্দেহ করার মতো জায়গা আমাদের কাছে নেই। আমরা রোডম্যাপের ওপরে ভরসা রাখতে চাই।’
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের ৫৩ বছরে একটা আনপ্রেসিডেন্টের নজিরবিহীন ঘটনা ঘটে আছে। সেটা হচ্ছে আমাদের কোনো নির্বাচিত সরকার নাই। কোথাও কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। টোটাল রাষ্ট্র চলছে আমলানির্ভরতা দিয়ে। প্রত্যেকটা সেক্টরে সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। যারা স্বতন্ত্রভাবে অথবা বিএনপি-জামায়াত প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছিলেন যাতে কোনো প্রতীক ছিল না, সেই মানুষগুলোকে আপাতত প্রশাসক হিসেবে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া যায় কি না, সেই বিষয়টি বিবেচনা করতে আমরা প্রস্তাব দিয়েছি।’
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘নির্বাচনে যাওয়ার পক্ষে বিপক্ষে অনেক মত আছে। বাংলাদেশের নির্বাচন কমিশন গত ২০ বছরে কোনো নির্বাচন করে নাই। এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আমরা তা জানি না। নির্বাচন কমিশন যেহেতু কোনো নির্বাচন করে নাই, আপনি তাকে যত ভালো নির্বাচন করতে বলেন না কেন, সে তার সক্ষমতা প্রমাণ করার সময় পাবে না। স্থানীয় প্রশাসন নির্বাচন করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সক্ষমতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সক্ষমতা যাচাই করার প্রমাণ করার একটা সুযোগ আছে।’
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে র্যালি বের হয়। পরে প্রেসক্লাবে কেক কাটেন দলটির নেতাকর্মীরা।