এনসিপির নেতাকর্মীরা চাষাড়া নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করে। পরে এটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু। বিক্ষোভ মিছিলে অংশ নেন সংগঠক মোস্তফা খন্দকার, তাজিমুল ইসলাম, তরিকুল ইসলাম, ফয়সাল আহমেদ, সাব্বির রহমান, আতাউর রহমান প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।