মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ ও কেন্দ্রীয় সংগঠক জিয়ান মাহমুদ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির জেলা কমিটির সদস্য আজিজুর রহমান লিটন, আবু বক্কর সানি ও বোরহান উদ্দিন সিয়াম প্রমুখ।
সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ বলেন, 'অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। হাসনাতের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। হাসনাতকে হত্যা করা মানে বাংলাদেশের স্বপ্নকে হত্যা করা।'