হাসনাত আবদুল্লার ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির মশাল মিছিল
এখন জনপদে
রাজনীতি
0

গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পৌরমুক্ত মঞ্চ থেকে মশাল মিছিল বের করে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দরা।

মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ ও কেন্দ্রীয় সংগঠক জিয়ান মাহমুদ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির জেলা কমিটির সদস্য আজিজুর রহমান লিটন, আবু বক্কর সানি ও বোরহান উদ্দিন সিয়াম প্রমুখ।

সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ বলেন, 'অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। হাসনাতের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। হাসনাতকে হত্যা করা মানে বাংলাদেশের স্বপ্নকে হত্যা করা।'

সেজু