‘আওয়ামী লীগের বিচারে কালক্ষেপণ হচ্ছে’

ইসলামি আন্দোলন বাংলাদেশের জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল
দেশে এখন
রাজনীতি
0

আওয়ামী লীগের বিচারে কালক্ষেপণ হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবর রহমান। আজ (শুক্রবার, ৯ মে) বাইতুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলে তিনি বলেন, ‘নয় মাসেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও খুন,গুম গণহত্যার বিচার হলো না।’ তিনি জানান, অতি দ্রুত রাষ্ট্রপতিকেও তার পদ থেকে অপসারণ করতে হবে।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আওয়ামী লীগ বিরোধী এই কর্মসূচির প্রতি তাদের দল একাত্ম প্রকাশ করেছে।’

আরো পড়ুন:

বিক্ষোভ মিছিলটি পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন ঘুরে যমুনা অভিমুখে যাত্রা করে।

পরে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বহু দলের আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।

সেজু