একাত্তরকে ভিত্তি ধরেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন
রাজনীতি
0

একাত্তরকে পাশ কাটানোর সুযোগ নেই, বরং একাত্তরকে ভিত্তিমূল ধরেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এসময় নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি একাত্তরের আকাঙ্ক্ষাবিরোধী কার্যকলাপ করছে, তাদের প্রতি নিন্দা জানায় এনসিপি।’ 

তিনি আরো বলেন, ‘আগামী শুক্রবার ১৬ মে গুলিস্তানের শহীদ আবরার অ্যাভিনিউ সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইংয়ের। এখানে প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সব স্থরের ছাত্র-পেশাজীবীরা।’

তবে সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের নিয়ে আলাদা কোনো সংগঠন হবে না বলেও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক।

এসএইচ