জয়নুল আবদিন বলেন, ‘কাউকে কাউকে সুবিধা দেয়ার জন্য সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে।’
তিনি বলেন, ‘তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই বসে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত; তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙ্গে ফেলবো। তখন কেউ থামতে বললেও থামবো না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই যদি সময়মতো নির্বাচন দেয়া না হয়।’
এসময় বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।
বিগত ৯ মাসের পরীক্ষায় এই সরকার উত্তীর্ণ হতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এ সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকারের জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়ে সফলতা অর্জন করেছি। সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।’
জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ জানান জয়নুল আবদিন ফারুক।