সংবিধান সংশোধনসহ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মামুনুল হকের

বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম
রাজনীতি
0

সংবিধান সংশোধনসহ গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

আজ (শুক্রবার, ২৩ মে) জুমা নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ‘নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ও শাপলা-জুলাইসহ সব গণহত্যার বিচারের’ দাবিতে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম।

এসময় ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রস্তাব বিতর্কিত। দ্রুত নারী সংস্কার কমিশনের বাতিল করতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা দ্বন্দ্ব-সংঘাত উসকে দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’

ক্ষমতা নিয়ে বিভাজন না করে বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রনেতা ও তৌহিদী জনতাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সেজু