দলীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার, ২৮ মে) দুপুর ২টার পর এ সমাবেশ শুরু হওয়ার কথা। আয়োজকদের প্রত্যাশা, আজকের সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে অন্তত ১৫ লাখ মানুষের গণজমায়েত দেখা যাবে নয়াপল্টনে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর গাবতলী, উত্তরা-আব্দুল্লাহপুর, সায়েদাবাদ-গুলিস্তান এলাকা থেকে সমাবেশ উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল ও গাড়ি নিয়ে চলে এসেছেন নয়াপল্টনে।
আজকের সমাবেশ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক বিপরীতে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। এ মঞ্চের সামনের সড়কে সকাল থেকে চলছে না কোনো যানবাহন। আশপাশের এলাকাগুলোয়ও দেখা গেছে যানজট।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে এসব মাইকে বাজানো হয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান।
তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ তারুণ্যের সামনে দলের আগামীর রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশলসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন।
বেলা ১২টার পর থেকে দলে দলে যোগ দেয়া নেতাকর্মীদের হাতে দেখা যায় ব্যানার, গায়ে দলীয় স্লোগান সম্বলিত টি শার্ট, মাথায় জাতীয় ও দলীয় পতাকা। বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন এসব নেতাকর্মীরা।
আজকের সমাবেশ উপলক্ষে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সতর্ক অবস্থান দেখা গেছে।