'ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এ ধরনের বক্তব্য রাষ্ট্রকে হুমকি দেয়ার শামিল'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এ ধরনের বক্তব্য রাষ্ট্রকে হুমকি দেয়ার শামিল। তিনি বলেন, 'বিচার, সংস্কারের পরই এই দেশ গণতান্ত্রিক পথে যাবে।'

আজ (শনিবার, ৩১ মে) গুলশানে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ৭ থানার দায়িত্বশীল কর্মীদের নিয়ে মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আসন ভাগাভাগির সমঝোতা করে এনসিপি ঐক্যবদ্ধ হতে চায় না।'

ইশরাক ইস্যুতে বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থ তাই তাদের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির নেতারা ছাড়াও কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সমাজের বিশিষ্ট ব্যক্তি। চাঁদাবাজি, টেন্ডারবাজি রাজনীতিকে চিরতরে দূরে রেখে, কর্মীদের কর্মমুখী রাজনীতিতে উদ্বুদ্ধ করেন বক্তারা।

সেজু