'ডিসেম্বরের মধ্যে নির্বাচন শুধু বিএনপির না সারা দেশবাসীর দাবি'

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজনীতি
0

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, 'নির্বাচন যত দেরি হবে দেশ বিরোধী ষড়যন্ত্র আরো বেশি হবে। তিনি বলেন, 'ডিসেম্বরের মধ্যে নির্বাচন শুধু বিএনপির না সারা দেশবাসীর দাবি।' আজ (রোববার, ১ জুন) বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়বাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিউয়ার রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।

আর নির্বাচন বিলম্বিত হলে এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ারও শঙ্কা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী।

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টারই বিগত আমলে কোন অপকর্মের প্রতিবাদ করেননি।' এছাড়া বিদেশে বসে এখনও আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

সেজু