সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি কারণও নেই ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার। আমরা সরকারকে যুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘কেউ কেউ অলৌকিক সংস্কারের কথা বলে, যার উদ্দেশ্যই কেবল নির্বাচন বিলম্বিত করা। কেউ কেউ চায় নির্বাচন না হোক। অনির্বাচিত অবস্থায় ক্ষমতায় থাকা বিপজ্জনক। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রয়োজন। দেশে-বিদেশে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন।’
আরো পড়ুন
তিনি আরো বলেন, ‘বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেয়া অবিচারের সামিল। বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। বিচার সমাপ্ত হলে নির্বাচন, এই কথাটি সঠিক নয়। বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে পরবর্তীতে কেউ স্বৈরাচার না হতে পারে।’