গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো কিছুই টেকসই হবে না, বিশ্বাস খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
রাজনীতি
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশ্বাস করেন যে, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই টেকসই হবে না।

আজ (শনিবার, ৭ জুন) রাতে গুলশানের ফিরোজায় বেগম জিয়ার সাথে স্থায়ী কমিটি ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। এসময় খালেদা জিয়া দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের প্রতি যে আস্থা অনুরাগ সে বিষয়ে অটল আছেন বেগম জিয়া। তিনি মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই টেকসইভাবে রাষ্ট্রের উপকার করতে পারে না এবং কোনো ব্যবস্থাই টেকসই হবে না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, তা তিনি সবসময় প্রকাশ করেন। তার কথার মধ্যে আমরা সেই বিষয়টি দেখতে পাই। তার যে আস্থা, অনুরাগ, তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই টেকসইভাবে রাষ্ট্রের উপকার করতে পারে না।’

এসএইচ