আজ (রোববার, ৮ জুন) দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলেরে উদ্যোগে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ‘এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়। এটি দেশের সবচেয়ে গরম সময়। এ মাসজুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যার মধ্যে রয়েছে এইচএসসি ও অন্যান্য ভর্তি সংক্রান্ত কার্যক্রম।’
রিজভী বলেন, ‘এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের প্রস্তাব কেবল দু-একটি দলের পক্ষ থেকেই এসেছে। এটি দেশের সকল রাজনৈতিক দলের সম্মিলিত মত নয়।’
গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন এবং সরকারের নিরপেক্ষতা প্রমাণে ডিসেম্বরেই নির্বাচন আয়োজনে আহ্বান জানান রুহুল কবীর রিজভী।