নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে: সারোয়ার তুষার

ময়মনসিংহ
বক্তব্য রাখছেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার
এখন জনপদে
রাজনীতি
0

জনগণ গণভোট বুঝে না প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এনসিপির যুগ্ম-আহবায়ক সারোয়ার তুষার বলেন, ‘প্রধান উপদেষ্টা নিজেই গণভোট বুঝে না; তার এ বক্তব্য প্রত্যাহার করতে হবে।’

গতকাল বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে মৌলিক সংস্কার বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সারোয়ার তুষার বলেন, ‘সংস্কার বাস্তবায়ন নির্বাচিত সরকার করবে, এ ধরনের বক্তব্য দিয়ে ড. ইউনুস দ্বি-চারিতা করছেন। যে পদ্ধতিতেই হোক নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সমস্যার সমাধান রাজনৈতিক দল না, বরং তারা সমস্যা তৈরি করে; ১/১১ এর ঘটনা ঘটেছিলো রাজনৈতিক দলগুলোর কারণেই; রাজনৈতিক দলগুলোর প্রতি একবিন্দুও বিশ্বাস নেই।’

তিনি বলেন, আওয়ামী লীগের জন্য তৈরি সংবিধান বাংলাদেশে আর চলবে না, এটি নতুন করে লিখতে হবেই। যারা শুধু নির্বাচন চায় তারা সুষ্ঠু ভোট চায় না, যারা মৌলিক সংস্কার শেষে নির্বাচন চায় তারাই সুষ্ঠু ভোট চায়।’

এএইচ