সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে: গোলাম পরওয়ার

যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলন
এখন জনপদে
রাজনীতি
2

সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ (শনিবার, ২১ জুন) সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে সময় যতটুকু প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকারের নেয়া উচিৎ। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতির মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে।’ 

তিনি বলেন, ‘নির্বাচন যখনই হোকে সেটা নিরপেক্ষ করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। এ সরকারের ওপর আমরা আস্থা রাখতে চাই। এ সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন না হলে এ জাতির সামনে মহা দুর্যোগ আসবে।’

তিনি আরো বলেন, ‘সংস্কারের পর মানবতাবিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে। আমরা সময় দিয়ে এটা বেঁধে দিতে চাই না।’ 

একটি দলকে উদ্দেশ্য করে পরওয়ার বলেন, ‘নিজেদের স্লোগান ভুলে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় এই মার্কা রাজনীতি করে দেশের ক্ষতি করবেন না। স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আমরা জাতীয় ঐক্য করতে পারিনি। আমরা অমীমাংসিত ইস্যু এনে জাতিকে দ্বিধাবিভক্ত করে রেখেছি। এ ষড়যন্ত্রকারীদের এবারের নির্বাচনে পরাজিত করতে হবে।’

জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল।

এ ছাড়াও, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ।

এসএইচ